বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ’ প্রজেক্টের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘সামাজিক সম্প্রীতি সংলাপ’।
শনিবার (২৩ নভেম্বর) সকালে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের ‘এজেন্টস অফ চেঞ্জ: এ বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ’ প্রজেক্টের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, কক্সবাজার বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজন বড়ুয়া, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, নারী নেত্রী হুমায়রা বেগম, হেলেনাজ তাহেরা, কবি শামীম আকতার ও প্রজেক্ট এডভাইজার শাহনাজ করিমসহ আরও অনেকেই।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ট নয়। এ দেশ সবার, আমরা সবাই বাংলাদেশী। এখানে কোন হানাহানি ও সহিংসতা থাকবে না। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজারের সভাপতি অধ্যাপক অজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃত্ববৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়ন কর্মীসহ তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।