শফিউল আলম, রাউজানঃ আওয়ামী লীগ সরকারের জুডিশিয়াল হত্যার স্বীকার ৬বারের নির্বাচিত সাবেক এমপি মরহুম জননেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী উপলক্ষে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে আমির হাট জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি নির্বাহী কমিটি সদস্য বিশিষ্ট সংগঠন মহিউদ্দিন জীবন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা সৈয়দ কামাল উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি নির্বাহী কমিটি সদস্য আবুল কাসেম, হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাবুল, বিএনপি নেতা আহমেদ মিয়া মেম্বার, জহুর আহমেদ মেম্বার, শফি মেম্বার,নরুল আলম তালুকদার, জাগের হোসেন, শাহাদাত হোসেন চৌধুরী টিপু মেম্বার, এস এম সোয়াভ, কে এম আজগর উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম চৌধুরীর, রাউজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক।
উপস্থিত ছিলেন মহিউদ্দিন, জয়নাল, সালাউদ্দিন ইব্রাহিম, ইউসুফ তালুকদার, মহিউদ্দিন, ফরিদ হোসেন মিয়া, জামাল উদ্দিন তালুকদার, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন বিপুল, সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক, গাজী রুবেল, মুরাদ, সৈয়দ হোসেন, মামুন মিয়া, ওমর ফারুক মানিক, নজরুল ইসলাম রিফাত, সোলাইমান,ওসমান প্রবাসী নাসির উদ্দিন, হামিদ, দিদারুল আলম, হাফেজ ওমর ফারুক, মওলানা আব্দুর মাবুদ, মওলানা শহিদুল ইসলাম, মওলানা কুতুব উদ্দিন, মাহবু প্রমুখ। মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি মওলানা এম বেলাল উদ্দিন।পরে নেতৃবৃন্দ গহিরাস্থ মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।