“ইসলামে সূফি ইজম ধারার প্রচার প্রসার না হলে মানবকূলের ক্ষতি সাধিত হবে। কারণ মানুষ বলতেই সূফি ইজম ছাড়া চলতেই পারেন না। তাই প্রকৃত মানুষ হতে হলে আমাদের সূফি ইজম চর্চা কী এবং কেন জানতে হবে। তবেই প্রকৃত মানুষ সৃষ্টি হলেই তখন প্রকৃত সমাজ ও রাস্ট্র ব্যবস্থার পরিপূর্ণতা পাবে।”
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর ভান্ডারি মিউজিক সেন্টারে আন্তর্জাতিক সাহিত্য, সংস্কৃতি সংগঠন বিশ্বতান ও ভান্ডারি মিউজিক সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ভান্ডারি মিউজিক সেন্টারের বার্ষিক ফাতেহা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
এতে অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা, সংগঠনের সিনিয়র উপদেষ্টা আবদুল নূর, ভান্ডারি মিউজিক সেন্টারের স্বত্বাধিকারী বাবুল মিয়া মাইজভান্ডারি, কামরুল জামান টিপু, আশরাফিয়া দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা শাহ সূফি সৈয়দ মিসবাহুল হোসাইন, শাহজাদা সৈয়দ মিয়া আল আশরাফি (ম.জি.আ.), কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ এম এ মান্নান আশরাফি ও আগ্রাবাদ বেপারিপাড়াস্থ বেপারিপাড়া জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ বেলাল আশরাফি প্রমূখ। শেষে এক মনোমুগ্ধকর ভান্ডারী সংগীতের আসর অুনষ্ঠিত হয়। এত বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।