সম্প্রতি সৌদি আরবের রিয়াদের রাজধানীতে একটি ফ্যাশনশো মঞ্চে পবিত্র কাবা শরীফ রেপ্লিকা প্রদর্শন করে অশ্লীল মডেলিং ও নাচ-গান করে মুসলমানদের সর্বোত্তম স্থান পবিত্র কাবা শরীফকে অবমাননা করা হয়েছে। এতে মুসলিম উম্মাহর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ২২ নভেম্বর শুক্রবার বাদে জুমা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহকারী দপ্তর সচিব এড. মুহাম্মদ ফরিদুল ইসলাম। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ নুরুছাফা আল কাদেরীর সভাপতিত্বে মুহাম্মদ মোশাররফ হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মজলিশে সূরা সদস্য মাওলানা ইলিয়াছ তৈয়বী, সূফী শাহেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম শাহেদ, মুহাম্মদ সামিউল হুদা, হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মাস্টার মুহাম্মদ বদিউর রহমান, হাফেজ আনসারুল হক, ইব্রাহিম এমদাদ, সরোয়ার মোরশেদ টিপু, ফজলুল হক ফারুক, জানে আলম, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ এনামুল হক এনাম, সহ-সভাপতি এইচ এম মহিউদ্দিন, আমীর আলী, এটিএম রেজাউল মোস্তফা, সহ সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম সুমন, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক কাজী আরাফাত হোসেন, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আমীর হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ নূর রায়হান চৌধুরী, ছোবহানিয়া কামিল মাদ্রাসার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আলমগীর হোসেন রনি, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ সভাপতি মোহাম্ম
বক্তারা বলেন, ইসলামের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানদের দায়িত্ব। পবিত্র কাবা শরীফ সারা বিশ্ব মুসলমানদের সর্বোচ্চ পবিত্র স্থান। যেখানে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর হজ্জব্রত পালন করেন। সেই কাবা শরীফের চবি কে কেন্দ্র করে এই ধরনের নিন্দনীয় কাজ মুসলিম জাতির ধর্মীয় আবেগকে প্রচন্ড আঘাত করেছে এবং বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে সৌদি আরবের মত একটি ইসলামী রাষ্ট্রে ধরনের আধুনিক সিনেমা হল, ফ্যাশন শো, হালাল নাইটক্লাব, হালাল মদের বার সহ প্রভৃতি ইসলাম বিরোধী অনৈতিক এবং অগ্রহণযোগ্য কর্মকাণ্ড মূলত ইসলাম বিরোধী নীল নকশা। নেতৃবৃন্দ পররাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অনতিবিলম্বে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।