সাতকানিয়া চরতী গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা নেসার আহম্মদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহি রাজিউন)
একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা শেষে শুক্রবার(২২ নভেম্বর) বিকেল তিনটায় সাতকানিয়ার বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
মরহুম নেছার আহম্মদ সাতকামিয়া দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাম্মণডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্কুলে সুনামের সাথে শিক্ষকতা করেন। তিনি ৫ ছেলে, ৪ কন্যা, শিক্ষার্থী এবং গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাত ১০ টায় সাতকানিয়ার চরতির তুলাতলী স্কুল মাঠে নামাজে জানাযা শেষে মরহুম নেছার আহম্মদকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মরহুম নেছার আহম্মদ চট্টগ্রাম কর আইনজীবি সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বেসরকারি গণগ্রান্থাগার চট্টগ্রাম বিভাগের সভাপতি নাজমুল হক সিকদারের পিতা এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজে ও অগ্রনী ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক বেলালুর রহমানের শ্বশুর।
এদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজের শ্বশুর নেছার আহম্মদের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।