শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারের পশ্চিম অংশে রাউজান ডাকবাংলো ভবন, রাউজান সদর ভুমি অফিস ও রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের পাশে প্রতিনিয়ত শ্রমজীবি, কৃষি শ্রমিক কেউ বসে থাকতে কেউ দাড়িয়ে থাকতে দেখা যায় ।
রংপুর, নেত্রকোনা, নোয়াখালী, দক্ষিন হতিয়া, সুর্বণাচর,ময়মনসিংহ থেকে আসা শ্রমজীবি কৃষি শ্রমিক আসেন আমন ধান কাটা ও বোরো ধান কাটার মৌসুমে ও আমন ধান ও বোরো ধান এর চারা রোপন কর্রা মৌসুমে। প্রতিদিন শত শত ম্রমজীবি ও কৃষি শ্রমিক ফকির হাট বাজারে আসেন । কৃষকরা ফকির হাট বাজার থেকে দৈনিক মজুরী দর সাব্যস্ত করে তাদের নিয়ে যায় কাজ করার জন্য। প্রতিবারের মতো এবার ও আমন ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমজীবি, কৃষি শ্রমিক ফকির হাট বাজারে এসেছে আমন ধান কাটার কাজ করতে। কৃষকরা এসে দৈনিক ৫শত টাকা থেকে ৫শত ৫০ টাকা দর সাব্যস্ত করে ধান কাটার জন্য নিয়ে যেতে দেখা যায় । কৃষককের আমন ধানা কাটার সময়ে তাদের দৈনিক মজুরী ছাড়া ও তিন বেলা খাওয়ার রাতে ঘুমানোর ব্যবস্থা করছে কৃষকরা । রাউজানে একন পুরোদমে আমন কাটার মৌসুম চলছে ।
আমন ধান কাটা ছাড়া ও রাউজানের বিভিন্ন এলঅকায় শীতকালীন সব্জি ক্ষেতের চাষাবাদে কৃষি শ্রমিকদের দিয়ে কাজ করানো হয় কৃষকরা। রাউজানের দক্ষিন হিংগলা এলঅকার কৃষক কাজী আসলাম বলেন, এবার তিনি ১০ একর জমিতে আমন ধানের চাষাবাদ করেছেন। আমন ধান কাটা শুরু হয়েছে আমন ধান কাটতে ফকির হাট বাজার থেকে নেত্রকোনা এলাকার দশ জন কৃষি শ্রমিক নিয়েছেন । তাদের দৈনিক ৫শত ৫০ টাকা করে মজুরী দেওয়া হচ্ছে। থাকা খাওয়া সব আমার। বাজারে দৈনিক মজুরীর দাম বাড়লে তাদেরকে মজুরী বাড়িয়ে দেব। দক্ষিন হাতিয়া এলাকার বাসিন্দ্বা নুরুল আলম বলেন, ধান কাটা ও ধান রোপন করার মৌসুমে কৃষি কাজ করতে রাউজান ফকির হাট বাজারে আসি দলবদ্ব হয়ে। ধান কাটা শেস হলে আবারো বাড়ীতে ফিরে যায় । ফকির হাট বাজারে কৃষি কাজ করতে আসা কৃষি শ্রমিকরা কাজ না পেলে রাতেই সড়কের পাশে উপজেলা পরিষদের আঙ্গিনায়, আদালত ভবনের পাশে একটি আদালত ভবনে আসা লোকজনের জন্য নির্মান করা একটি খোলা বিশ্রামগারে রাত যাাপন করেন ।