চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদা পাড়া জমিরুল ইসলামের একটি ঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইব্রাহিম (৪২), মো.সামছুদ্দিন (৩৫), মো. নাছির উদ্দিন (৪০), মো. আকতার কামাল (২৮), মো. জসিম (৩০), মো. আকতার কামাল (২৮), মো. শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), নুর মোহাম্মদ (৪০) ও ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)।
পুলিশ জানায়, চান্দগাঁও থানাধীন ফরিদা পাড়া জমিরুল ইসলামের একটি ঘরে জুয়া খেলার আসর বসেছে এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করা হয়। এ সময় জুলা খেলার সরঞ্জাম তাশ ও নগদ ১৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।