পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ৩ বিচারক। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ.কে.এম জহিরুল হক সংবিধান-এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।