আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণায়ন নাট্য সম্প্রদায়ের বহুল প্রশংসিত ‘কমলা সুন্দরী কিসসা’ নাটকটি মঞ্চস্থ হবে। এটি বাংলাদেশের একটি প্রচলিত লোকগাথা।
এটি নারী ও শিশু নির্যাতন বিরোধী একটি নাটক। নাটকটির নির্দেশনায় রয়েছেন বাপ্পা চৌধুরী। আলোক নির্দেশনায় আছেন অনির্বাণ ভট্টাচার্য্য। সামগ্রিক তত্ত্বাবধানে আছেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী।
নাটকের অংশগ্রহণকারী কুশীলবরা হলেন তৌহিদ হাসান ইকবাল, বাপ্পী হায়দার, সজল দে, মোঃ রায়হান, আসাদ বিন রহমান, অনিমেশ দাশগুপ্ত, পারমিতা চৌধুরী ঐশ্বর্য, জ্যোতির্ময় বড়ুয়া, সায়হাম মাহমুদ, রাইসা, পূজা, এ্যানি, জেমিমা খান, অমৃতা, ইমন দেবনাথ, অর্নব দাশ।