আন্তর্জাতিক বিশ্বতানের কর্মকর্তা নিবেদিতা আচার্য্য একজন দক্ষ সংগঠক। সংস্কৃতির চার্চায় তার অবদান অনস্বীকার্য। দিন দিন সে তার প্রতিভার জুড়ি ভরে যাচ্ছেন।
সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক বিশ্বতানের সম্মানিত সহ-সভাপতি নিবেদিতা আচার্য্যের কৃতিময় বর্ণাট্য জীবনের নানা দিক পর্যালোচনা নিয়ে এক সূধি সমাবেশে বক্তরা উপরোক্ত মতামত ব্যক্ত করেন। এ অনুষ্টানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান গর্ভামেন্ট বডির প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সাধারণ সম্পাদক অপর্ণা চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ভূমিকা মহাজন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না জিমি, প্রচার সম্পাদক সৌহার্দ্য বড়ুয়া, অর্থ সম্পাদক রুনা বড়ুয়াসহ অনেকে।
আলোচনা শেষে বিশ্বতানের সহ-সভাপতি নিবেদিতা আচার্য্য এর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্বতান পরিবারের উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।