কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আর নেই।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান রামু উপজেলার দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের উমখালী কাজী পাড়ার মরহুম হাজী ছিদ্দিক আহমদ এর পুত্র। তিনি কক্সবাজার শহরের চউল বাজার ফুলবাগ সড়কে বসবাস করতেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। সফল পিতা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান ১৯৯৩ সালের ১৯ এপ্রিল একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তাঁর পুত্র শাহনেওয়াজ মনির চট্টগ্রাম জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ পদে চাকুরীরত আছেন।
সজ্জন ও অমায়িক অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুর খবরে রামু’র দক্ষিণ মিটাছড়ি, কক্সবাজার আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা :
সোমবার ১৮ নভেম্বর সকাল ১০ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান এর প্রথম নামাজে জানাজা এবং একইদিন জোহরের নামাজের পর রামু’র পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।