কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় প্রবাহমান খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে যৌথ অভিযানে এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দরিয়ানগর ব্রীজের নীচ দিয়ে প্রবাহমান বড়ছড়া নামক খালের উপর কংক্রিটের পিলার দিয়ে বাধ তৈরি করে খালের পানির চলাচল আটকে খাল দখলের জন্য নির্মিত ৮১টি পিলার উচ্ছেদ এবং বেশ কয়েকটি বালিভর্তি জিওব্যাগও কেটে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: মুসাইব ইবনে রহমান, সদর রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা। সদর ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান-জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে এই অপরাধের সাথে জড়িত কাউকে না পেলেও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা প্রদান করা হয়।