মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে এফ. এ. জেড ড্রিংকিং ওয়াটার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে দখল নিতে কয়েকবার হামলা চালিয়েছে দুর্বত্তরা।
রবিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় প্রতিষ্ঠানের মালিক মো. এছাক মিয়াকে পিটিয়ে জখম করে তারা।
হামলার শিকার এছাক মিয়া জানান, দীর্ঘদিন সুনামের সাথে মিরসরাই উপজেলায় পানি ব্যবসা করেন। ৫ আগস্টে পরে জহির নামের এক ব্যক্তি বিভিন্ন সময় ধমক দিয়ে আসছে। কয়েকবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। সর্বশেষ আজ সকালে জহিরের সাথে হান্নান, মোতালেবসহ আরো কয়েকজন এসে মারাত্মক ভাবে পিটিয়ে তাকে জখম করে।
এছাক মিয়া বলেন,‘আমি কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার দিতে চাপ দেয় জহির। ব্যসসায় শেয়ার দিতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় প্রতিষ্ঠানে হামলা চালায়। এ বিষয়ে মিরসরাইয়ের সেনাক্যাম্পে অভিযোগ দিলে কয়েকদিন বিষয়টি নিয়ে চুপচাপ ছিলো। পরে আবার আগের মত হয়রানি শুরু করে। সর্বশেষ আজ সকালে দলবল নিয়ে আমাকে ও আমার ছেলেকে পিটিয়ে মারাত্মক জখম করে।’
ঘটনার বিষয়ে অভিযুক্ত জহির জানান, ব্যবসা প্রতিষ্ঠান দখল নিতে চাইনি। সকালে একটি মোটর নিয়ে ঝামেলা হইছে অন্য এক ব্যক্তির সাথে। ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসা করলে উল্টো এছাক মিয়া ক্ষিপ্ত হয়ে হামলা করে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।