কক্সবাজারের রামুর ঈদগড়ে চারটি বসতঘর আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। এতে ২০ লক্ষ টাকার মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার (১৬ নভেম্বর) রাত ১২ দিকে ঈদগড় ৩ নং ওয়ার্ড চরপাড় ফয়জা আহমদ মিয়াজি এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক খুঁটিসহ সার্কিটে সট লেগে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
আগুনে পুড়ে ক্ষতি গ্রস্তরা হলেন, একই পরিবারের ৪ ভাই। আমানুল হক, আশরাফুল জ্জামান, ফায়সাল মোহাম্মদ, ছোট।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আমানুল হক জানান, খাট, ফ্রিজসহ বাড়ির সকল প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণ আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। আমরা অপন চার ভাইয়ের বসতবাড়িও আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২০ লক্ষ টাকা মালামালের ক্ষতি সাধিত হয়েছে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান,বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনের খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিসের কর্মী বাহিনীদেরা ঘটনাস্থলে পৌঁছতে লং টাইম লাগাতে এত বড় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা স্থানীয়রা। সাধারণ মানুষে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।