গত মৌসুমে অপরাজিত থেকেই সৌদি প্রো লিগের শিরোপা জিতে তাক লাগিয়ে দিয়েছিল আল হিলাল। চলতি মৌসুমেও উড়ছে সৌদি লিগের রেকর্ড শিরোপাধারীরা। এবার আল ইত্তিফাকের বিপক্ষে জয় পেয়েছে তারা। এদিকে গতবার প্রাণপণে আল লড়েও আল হিলালের কাছে পাত্তা না পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর চলতি মৌসুমে শুরুটা করেছে ঢিমেতালে। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে বড় জয় পাওয়া আল নাসর এবার আল রিয়াদকে হারিয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সৌদি প্রো লিগের খেলায় আল ইত্তিফাককে ৩-১ গোলে হারিয়েছে আল হিলাল। বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে অ্যালেকসান্দার মিত্রোভিচ, ম্যালকম এবং মোহামেদ আল-কাহতানি। আল ইত্তিফাকের পক্ষে একমাত্র গোলটি করেন ভিক্তর ভিনিসিউস।
এদিকে আরেক খেলায় আল নাসর ১-০ গোলে হারিয়েছে আল রিয়াদকে। আল নাসরের পক্ষে একমাত্র গোলটি করেন সাদিও মানে।
কিংডম অ্যারেনায় আল হিলাল প্রথমার্দের যোগ করা সময়ে এগিয়ে যায়। মিত্রোভিচ গোলটি করেন। লিগে দশম ম্যাচে এটি ১১তম গোল এই সার্বিয়ানের। সব মিলিয়ে ১৬ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শানিয়েও গোলের দেখা পাচ্ছিলো না হেলালিরা। অবশেষে ম্যাচের শেষের দিকে এসে সাফল্য পায় তারা। ব্রাজিলিয়ান তারকা ম্যালকম ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইত্তিফাকের ভিক্তর ভিনিসিউস ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা ছড়ায়। কিন্তু দুই মিনিট পরেই সব উত্তেজনায় পানি ঢেলে দেন আল কাহতানি। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইত্তিফাকের আব্দুল্লাহ রাদিফ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এদিকে প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আক্রমণের বন্যা বইয়ে দিয়েছিল আল নাসর। কিন্তু জয় পেয়েছে ন্যুনতম ব্যবধানে। ১৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রেখেও মাত্র ১টি গোল পেয়েছে আল নাসর।
এদিন ম্যাচের ৪১ মিনিটে সাদিও মানে গোল করে আল নাসরকে এগিয়ে দেন। এই গোল ধরে রেখেই জয় পায় তারা। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো খেললেও গোল পাননি।
সৌদি লিগে ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। আল নাসর ১০ ম্যাচে৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ১০ ম্যাচে ৯ জয় ও ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল ইত্তিহাদ।