কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে টমটম গাড়ি নিয়ন্ত্রণ হারা খাদে পড়ে এক অপ্রাপ্তবয়স্ক কিশোর টমটম চালক নিহত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টমটম চালকের নাম আবু ছিদ্দিক (১৫)। মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা আতিকুর রহমানের পুত্র।
এলাকাবাসী জানায়, আবু ছিদ্দিক একজন টমটম চালক। অন্যান্য দিনের মতো শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৫ টায় কয়লাবিদ্যুৎ প্রকল্পের ২নং গেট থেকে একজন যাত্রী নিয়ে নতুন বাজারে যাচ্ছিল।
গাড়িটি সরদার পাড়ায় পৌঁছার সাথে সাথে তার গাড়ির একটি চাকা খুলে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী সামান্য আহত হলেও কিশোর চালক আবু ছিদ্দিকের ঘটনা স্থলেই মৃত্যু ঘটে।