বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ফ্রেম খুমী (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের ক্যাচিংঘাটা নদীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী ক্যাচিংঘাটা বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাড়ি রুমা উপজেলার বগালেক এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেলে ক্যাচিংঘাটা এলাকায় বন্ধুদের সঙ্গে সাঙ্গু নদীতে গোসল করতে নামে ফ্রেম খুমী। এক পর্যায়ে অন্যান্য বন্ধুরা গোসল শেষ করে তীরে চলে আসলেও ফ্রেম খুমী না আসায় তাকে খুঁজতে থাকে সবাই। কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
স্থানীয়দের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও ফ্রেম খুমীকে পাওয়া যায় নি।
শনিবার (৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি থেকে ডুবুরি দল এসে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।