মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই থানা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহীদ তিতুমীর একাডেমিতে অফিস সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় ওই সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই থানা আমীর মুহাম্মদ হারুনুর রশীদ এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন- থানা সেক্রেটারি সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ হানিফ, একাডেমি ইউনিট সভাপতি মাওলানা আমির হোসাইন, জেটিঘাট ইউনিট সভাপতি সফিকুল আলম, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ ও ছাত্রশিবিরের কাপ্তাই উত্তর সভাপতি ইসরাফিল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আ.লীগ দেশকে যখনই ভারতের প্রেস্ক্রিপশনে বিপথে ঠেলে দিতে চেয়েছে, তখনই সাধারণ ছাত্র-জনতা, সিপাহীরা বিপ্লবের মাধ্যমে দেশকে সঠিকভাবে রক্ষা করার চেষ্টা করেছে। বিপ্লবের চেতনা ধরে রেখে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ সমূলে উৎপাটনের দাবী করেন।