ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের হবে।
কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটি, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে র্যালিটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। দলীয় সূত্র জানায়, র্যালিতে ১০ লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেয়া হয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী সাংবাদিকদের জানিয়েছেন, আগের কর্মসূচিগুলোতে নানা প্রতিবন্ধকতা থাকতো, ফলে নেতাকর্মীরা নির্বিঘ্নে যোগ দিতে পারতেন না। এবার সেই পরিস্থিতি নেই। আশা করছি, র্যালিতে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করবে।