শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, জয়নগর, মুখছড়ি, ৮নং কদলপুর ইউনিয়নের হজরত আশরফ শাহ মাজারের পুর্ব পাশে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা প্রতিদিন্ এসকেভেটার দিয়ে নির্বিচারে পাহাড় কাটছে । পাহাড় কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট, পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করছে । রাউজানের পুর্ব রাউজান এলাকায় পাহাড় ও াটলা কাটা মাটি ইটের ভাটায় ইট তৈয়ারী ও পুকুর জলাশয় কৃষি জমি ভরাট কাজে বিক্রয় করছে পাহাড় খোকো সিন্ডিকেটের সদস্যরা ।
সম্প্রতি গত অক্টোবর মাসে রাউজানের পুর্ব রাউজান এলাকায় দুটি ইটের ভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ২লাখ টাকা জরিমানা আদায় করেন । রাউজানের কদলপুর ইউনিয়নের আশরফ শাহ মাজারের পুর্ব পাশে পাহাড় কেটে রাবার বাগানের সড়ক নির্মান করায় গত ২০২০ সালের ৩০ মে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স মাজেদা এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করেন। এর পর ঐ এলাকায় পাহাড় কাটা বন্দ্ব হলে ও গত তিনমাস ধরে কদলপুর আশরাফ শাহ মাজারের পুর্বে ও উত্তরে, দক্ষিন পাশে কমলার টিলা, চুলাটিলা সহ পাশ্ববর্তী এলাকায় পাহাড় টিলা এসকেকেভেটার দিয়ে পাহাড় খোকো সিন্ডিকেটের সদস্যরা নির্বিচারে পাহাড় কাটছে । পাহাড় কাটা মাটি প্রতিদিন ড্রাম ট্রাক ভর্তি করে সড়ক পথে রাউজানের বিভিন্ন এলাকার কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করা হচ্ছে। রাউজানে পাহাড় বেষ্টিত ইউনিয়ন হিসাবে পরিচিত কদলপুর ইউনিয়ন। সেখানে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়-টিলা।
ফলে অস্তিত্ব সংকটে পড়েছ বন্যপ্রাণী। ভেকু দিয়ে এ ইউনিয়নের একাধিক পাহাড়-টিলার বুকে ছিড়ে সুরঙ্গ করে সমতল ভূমিতে পরিণত করেছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘কমলার টিলা’ ও চুলাটিলা নামক দুই টিলার মাটি কেটে সাবার করা হচ্ছে। টিলাটির সবুজ বৃক্ষ নিধন করে মাটি কেটে ক্ষত-বিক্ষত করে ফেলায় কমলা টিলার কমলা রঙের মাটি এখন দৃশ্যমান।টিলা কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাহামুদ জানান, আমাদের উপজেলা প্রশাসন দুই লাখ টাকা জরিমানা করেছে। এখন আমরা মাটি কাটা বন্ধ রেখেছি। কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বড়ুয়া বলেন, মাটি কাটার বিষয়ে আমি অবগত নয়। গত ৬ নভেম্বার বুধবার কদলপুর ইউনিয়নে পাহাড় কাটার দায়ে জড়িত কয়েকজনকে দুই লাখ টাকার জরিমানা করার কথা স্বীকার করেছেন দণ্ডপ্রাপ্ত মাহফুজ। এই তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মো. রিদুয়ানুল ইসলাম। তিনি বলেন, অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে।পাহাড় কাটার অপরাধে রাউজানের পাহাড়ী এলাকায় পাহাড় টিলা নির্বিচারে কৃষি জমি নির্বিচারে কাটার ফলে পাহাড় টিলা সাবার হয়ে গেছে। কৃষি জমি থেকে গভীর ভাবে মাটি কেটে নেওয়য় কৃষি জমি বিশাল বিশাল পুকুর জলাশয়ে পরিণত হয়েছে ।
রাউজানে পাহাড় টিলা কাটা ও কৃষি জমি থেকে মাটি খনন করার সময়ে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫টি ইটের ভাটা গুড়িয়ে দেয়। কয়েকটি ইটের ভাটার মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয় । বন্দ্ব করে দেওয়া ইটের ভাটার মধ্যে দুটি ইটের ভাটা আবারো সচল করেছে ইটের ভাটার মালিকরা । বর্তমান অন্তবর্তীকালিন সরকারের শাসন আমলে সম্প্রতি রাউজানের পুর্ব রাউজান এরাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর দুটি ইটের ভাটা থেকে ২লাখ টাকা জরিমানা আদায় করেন। এপ্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, পাহাড় টিলা কাটা হলে তাদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করা হবে।