চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকার দায়ে দুই দোকানিকে একহাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম গণমাধ্যমকে বলেন, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় হাজী মমতাজ সওদাগত স্টোর ও সালেহ স্টোরের দুই দোকানিকে একহাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বেশ কয়েকন দোকানিকে সর্তক করা হয়েছে।