চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রামের শীর্ষ স্থানীয় আবাসন কোম্পানী নিকসন্স বিল্ডার্স এন্ড টেকনোলজিসের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াসি উদ্দীন আনসারী।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ)-এর সঙ্গে এই মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের যে আত্মত্যাগ এ জাতি দীর্ঘদিন স্মরণ করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম। সাংবাদিক সমাজ একটি দেশের প্রেক্ষাপট উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন। সাংবাদিকদের সচেতনতাই পারে দেশকে রক্ষা করতে। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনার সমাজের সত্য চিত্র গুলো তুলে আনুন। এতে করেই দেশ থাকবে নিরাপদ।
টিসিজেএ-এর সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, রনি দাশ, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, মো. হারুন উর রশীদ, মো. ইমরান হোসাইন ইমু।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দফতর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, সাইফুল ইসলাম, রবিউল হোসাইন টিপু।