ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২৪’র প্রস্তুতি সভা সম্পন্ন
স্বনামধন্য সাহিত্য সংগঠন ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের ‘ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২৪’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট কলামিস্ট মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি খোরশেদ মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আলী আসকর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: কবি সেলিম উদ্দিন, কবি মোস্তফা হায়দার, কবি কুতুবউদ্দিন বখতেয়ার, কবি আলমগীর হোসাইন, কবি জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি কফিল উদ্দিন দুলাল এবং আলমগীর ইমন। আরও উপস্থিত ছিলেন ছড়াকার হোসেইন মোস্তফা, ছড়াকার শফিকুল আলম সবুজ, কবি শওকত এয়াকুব এবং কবি ফিরোজ হোসাইন প্রমুখ।
আগামী ১৬ নভেম্বর বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ইদানীং- হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২০২৪, গুণীজন সর্ম্বধনা এবং ইদানীং লিটলম্যাগের মোড়ক উন্মোচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়৷ সকলকে ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদজ্ঞাপন এবং সবশেষে আপ্যায়নের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি টানা হয়।