বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল বুধবার (৬ নভেম্বর) সকাল হতে বাঁশখালী ডিগ্রী কলেজ, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ, বাঁশখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদরাসা এবং সরকারি আলাওল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন, ক্যাম্পাসে পরিবেশ এবং পড়া লেখার খোঁজখবর নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ও বিজ্ঞান ভিত্তিক উৎপাদন মূখী শিক্ষা ব্যাবস্থা বাস্তবায়ন করতে চায় ছাত্রদল। সে লক্ষে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেতৃবৃন্দ মতামত গ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীদের মতামতকে দেশের বৃহত্তর স্বার্থে প্রধান্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জাতীয় রাজনীতিতে কাজে লাগানো হবে বলেও নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, যুগ্ম সম্পাদক বায়েজিদ হোসাইন, জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, যুগ্ম আহবায়ক আবদুস সবুব, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম, সদস্য আবু তৈয়ব, সদস্য মোহাম্মদ মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।