কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমনকে গ্রেফতার করেছে।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় কাপ্তাই পিডিবি এলাকাধীন ফুলবাগানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন কাপ্তাই নতুন বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে। গ্রেফতারকৃত সুমনের বিরোদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাপ্তাই নতুন বাজার এলাকায় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ভাঙচুর করা সহ অরাজকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে বলে থানা সূত্র জানায়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনার দিন বুধবার দিবাগত রাত প্রায় ২টার সময় কাপ্তাই পিডিবি এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় এম নুর উদ্দীন সুমন ফুলবাগান এলাকার একটি বাসায় আলমারির ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, হামলা, অরাজকতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বুধবার বিকেলে আটক সুমনকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।