চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রোপাচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা।
বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে তিন সন্তান প্রসব করেন লাকি আক্তার (২৪)। শিশুদের মা লাকি আক্তার পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজীজনগর এলাকার নাজীম উদ্দিনের স্ত্রী।
নবজাতকের বাবা নাজীম উদ্দিন বলেন, একসঙ্গে আমি তিন সন্তান পেয়েছি। আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই এতে খুশি। এ খবর ছড়িয়ে পড়লে অনেক লোকজন দেখতে আসছেন, ছবি তুলছেন। তিনি আরও জানান, আমরা আর্থিকভাবে দুর্বল তাই হাসপাতালের চিকিৎসক ডা. তাহমিনা সোলতানা ডেজীর আন্তরিক প্রচেষ্ঠায় আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়। আমাদের সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।
চিকিৎসক ডা. তাহমিনা সোলাতানা জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হলেও মা এবং বাচ্চারা উভয়েই সুস্থ আছে।
নাজীম উদ্দিন ও লাকি আক্তারের সাংসারিক জীবন শুরু হয় কয়েক বছর আগে। দাম্পত্য জীবনে গর্ভবতী হন লাকি আক্তার।আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করার পর চিকিৎসক জোড়া সন্তানের কথা বললেও প্রসব বেদনায় হাসপাতালে ভর্তি হন প্রসুতি। শেষপর্যন্ত জন্ম নিল একসাথে তিন ছেলে সন্তান।