চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের চার ঘণ্টা পর পুকুরে মিলল শিশু সৃজল নাথ অভির (৫) মরদেহ।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠে।
নিহত অভি উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের মহেন্দ্র দেব নাথের বাড়ির তপন দেবনাথের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে সৃজল নাথ অভি নিখোঁজ হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় অভির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, করেরহাট ইউনিয়নের সৃজল নাথ অভির (৫) নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি ডায়েরি করা হয়েছে। এরপর বাড়ির পাশের পুকুরে মরদেহ ভেসে উঠে। সেখান থেকে লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।