কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সোমবার(৪ নভেম্বর) সকালে। গ্রেপ্তারকৃত আসামী রনিকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনারদিন সকাল সাড়ে ৭টায় থানার ওসি মোঃ মাসুদের নেতৃত্বে এএসআই বাপন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি বাজার হতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি রনি ঘোষকে গ্রেপ্তার করা হয়। আটক রনি উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকার বাসিন্দা ও মতিলাল ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
ওসি মো.মাসুদ জানান, আটক আসামি রনিকে ওইদিনই রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।