কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সন্ত্রাসী ক্যাডার বাহিনীর সদস্য ও টেকনাফ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরিকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫।
শনিবার (৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
র্যাব জানায়, বদি ও তার ক্যাডার বাহিনীর অত্যাচার, জোর করে নিরপরাধ মানুষের জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রচার খলিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে তদন্ত শুরু করা হয়।
কামরুজ্জামান জানান, বদির ক্যাডার বাহিনীর সদস্য খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উনচিপ্রাং এলাকার নুরুল আমিন চৌধুরীর ছেলে।
তিনি আরো জানান, বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে কাজ করে নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছেন খলিল। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।