কক্সাবাজারের ঈদগাঁওতে আবুল কাশেম প্রকাশ ফার্নিচার কাশেমকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ নভেম্বর ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক আবুল কাশেম (৪৫) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ ইউছুপের খীল গ্রামের নূর আহমেদের ছেলে ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঈদগাঁওতে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি আওয়ামীলীগের পদধারী নেতা কিনা জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল ইসলাম ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক কারাগারে থাকায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান বলেন, আটক কাশেমকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।