খেলোয়াড়দেরকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উৎসাহিত করেছেন জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এতদিন কমিটির লোকজনকে গুরুত্ব দেয়া হত। তবে এখন থেকে খেলোয়াড়দের গুরুত্ব দেয়া হবে।
শনিবার (২ নভেম্বর) সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অভিমান নিয়ে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারের দায়িত্ব ছাড়ার ঘোষণা ইস্যুতে আসিফ মাহমুদ বলেন, ‘আমার জানা মতে ২ মাসের বেতন বকেয়া ছিল। এই ব্যাপারে আমরা আলোচনা করবো, ভবিষ্যতে যেন এমন না হয়। এ বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’
‘অনিয়ম নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটিকে বলা হয়েছে। অডিট রিপোর্ট করে মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’, যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের দাবি লিখত আকারে চেয়েছেন জানিয়ে আসিফ মাহমুদ বলেন, নারী ফুটবল দলের খেলোয়াড়রা জানিয়েছেন ক্যাম্প সারা বছর চলার কারণে তাদের এই সাফল্য সম্ভব হয়েছে। এই ক্যাম্প যাতে সারা বছর রানিং রাখা যায়, সেই বিষয়ে তারা আবদার জানিয়েছেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবলাদের সব সমস্যা সমাধান করবো। আমাদের দেশের প্রেক্ষাপটে যে সাধ্য আছে, সেই অনুযায়ী চেষ্টা করবো। এতদিন কমিটির লোকজনদের গুরুত্ব দেয়া হত। এখন থেকে খেলোয়াড়দের গুরুত্ব দেয়া হবে।’