সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মরহুম ওয়াজ উদ্দীন সিকদারের পারিবারিক মিলনমেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মিলনমেলায় প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র খতমে কোরআন, দোয়া-মুনাজাত, স্মৃতি চারণ ও ভোজনের মাধ্যমে সমাপ্তি ঘটে।
ওয়াজ উদ্দিন সিকদার ঐক্য পরিষদ আয়োজিত পারিবারিক মিলনমেলায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ছৈয়দ আলম প্রকাশ আলম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিকদার পরিবারের অন্যতম সদস্য কক্সবাজার সিটি কলেজ অধ্যাপক ড.নাসির উদ্দীন।
মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রশিদ আহমদ ও অন্যন্যদের মধ্যে প্রবীণ মুরব্বী মোকতার আহমদ, মৌলভী ফরিদুল আলম, আমির সোলতান ও আজিজুর রহমান স্মৃতি চারণ করেন।
আয়োজক কমিটির সদস্য জায়তুন জানান, সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামী বছরও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মিলনমেলায় যোগ দিয়ে প্রবাসী নাসির উদ্দীন বলেন, এখানে এসে অনুভব করছি, আপনজনরা কত কাছের, কত আপন। আগামীতেও এ রকম আয়োজন করা হবে। আরও বড় পরিসরে এ অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবলী নোমান তারেক। এ সময় তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিড়ে যাবে না। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জায়তুন, সালাউদ্দিন, আজিজ, নাসির ও জাহেদ হোছন প্রমুখ।