মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র,(কপাবিকে) আবাসিক এলাকায় বন্যহাতির দল রাতের বেলা তান্ডব চালিয়ে আনসার ব্যারাকের একাদিক কোয়ার্টার ভাংচুর করেছে।
গত বৃহস্পতিবার(৩১ অক্টোবর) রাত ১০টায় পার্শ্ববর্তী কর্ণফুলী রেঞ্জ এলাকা থেকে একদল বন্যহাতি বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় এসে তান্ডব চালায়।
এসময় হাতির দল আনসার ব্যারাকের কোয়ার্টারের ভিতরে প্রবেশ করে দরজা, জানালা, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভাংচুর করে। হাতির আক্রমণে আবাসিক ও আনসার ব্যারাকে থাকা লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হাতি তাড়ানোর জন্য কাপ্তাই ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন এবং বন বিভাগ যৌথভাবে বাঁশি, হুইসাল বাঁজিয়ে বিভিন্ন কায়দায় রাত ১২টায় হাতি তাড়াতে সক্ষম হয়।
কাপ্তাই রেঞ্জ ও জেটিঘাট স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন মিশু জানায়, বনের মধ্যে পশু খাদ্য না থাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে হাতি তান্ডব চালাচ্ছে। উল্লেখ্য, হাতির পাল থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন হেলিপ্যাড এলাকায় সোলার ফেন্সি বসানো প্রয়োজন বলে স্থানীয় অধিবাসীরা মনে করছেন। এতে বন্য হাতির উৎপাত কমবে বলে তারা মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য, ইতিপূর্বে কাপ্তাই কপাবিকে এলাকার আনসার ব্যারাকে বন্য হাতির দল একাধিকবার আক্রমণ করে আনসার কোয়ার্টারে ব্যাপক ক্ষতি সাধিত করে।