পারিবারিক ঐতিহ্য ও সুশিক্ষা
পারিবার শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র। মায়ের কোলেই শিশুর শিক্ষা শুরু হয়। শিশুরা অনুকরণ প্রিয়। বড়দের আচার আচরণ, অভ্যাসগুলি শিশুরা পরিবার থেকেই আয়ত্ত্ব করে বড় হয়ে বাস্তব জীবনে প্রয়োগ করে। আদর্শ পরিবার আদর্শ শিশু গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। বাঘের বাচ্চা বাঘ হয় তার মা বাবার অনুকরণে। রাজার ছেলে যুবরাজ হয়ে পরবর্তীতে রাজা হয় পারিবারিক ঐতিহ্যে। জেলে পল্লীর শিশুরা অশ্লীল ভাষা আয়ত্ত্ব করে সামাজিক পরিপার্শ্বিকতার ভয়াবহতায়। নিষিদ্ধ পল্লীর মেয়েরা দেহ পশার করে মায়ের আদর্শে। ঐতিহ্য বংশ পরাম্পরায় প্রাপ্ত মৌরশী সম্পদের মত অলিখিতিত ও অনস্বিকাকার্য আদর্শিক গুণাবলি। শিশুদের আচার আচরণে ফুটে উঠে পারিবারিক শিক্ষা ও ঐতিহ্য। শিশুরা আন্তরিকতা – নিষ্ঠুরতা,সুন্দর ব্যবহার ও অশ্লীলতা, সততা -ন্যায় নিষ্ঠা, কঠোরতা, সহমির্মিতা বা হিংস্রতা মূলত পরিবার থেকেই শিখে নেয়। যতই শিক্ষিত হোক না কেনো সে পারিবারিক শিক্ষা ও ঐতিহ্যকে অস্বীকার করতে পারেনা।
গাছ যত ছোট কিংবা বড় হোক মূলকে উপড়ে ফেললে গাছের প্রাণ থাকেনা। ঘূর্ণি হাওয়া কিংবা ঝড়ে সে হেলে পড়বেই। নারীর ম্যাকাপ বা সাজ্জ সজ্জা আর্ট বা শিল্প। কিন্ত আর্টটা যদি অতি মাত্রায় হয় তাহলে তাকে সুন্দরের পরিবর্তে আর্টিফিসিয়াল মনে হবে। আপনি যদি জেলে বা নিষিদ্ধ পল্লীতে নিজের সভ্যতা ও আদর্শ প্রচার করেন। তাহলে ওদের কাছে আপনাকে মনে হবে পৃথিবীর বিপন্ন জীব কিবা অতি মাত্রার আর্টিফিসিয়াল। যা তারা সহজে মেনে নিতে পারবেনা কিংবা আপনি তাদের হেয় প্রতিপন্ন করছেন বলে মনে হবে। তাই যে , যে ফ্যামিলির আদর্শে বড় হয় সে তার পারিবারিক শিক্ষাকে কখনো উপেক্ষা করতে পারেনা। বাঘ কিবা মাংসাসে প্রাণি যদি অতি মায়াবী কিবা সহমর্মিতা দেখায় তাহলে সে মৃত কঙ্কাল হয়ে অকালে ঝরে পড়বে। তাই আপনি যতই শিক্ষিত হোন না কেনো সুশিক্ষার বিকল্প নেই। প্রমথ চৌধুরীর মতে শিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিশুদের সুন্দর আচরণ ও সহমর্মিতা দেখান তাহলে আপনার শিশু যীশু হয়ে সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা পালন করবে। হয়ত নিজের আদর্শে সমাজকে গড়ে তুলবে অনন্য উচ্চতায়। নিষিদ্ধ বিষয়ের আকর্ষণ বরাবরই আনন্দদায়ক। শিশুরা বা মানুষই বলেন তারা ঘৃণিত বিষয়ে বরাবরই আকর্ষণ অনুভব করে। তাই শিশুর মানসিক বিকাশে অশ্লিল ভাষা ও কঠোরতা পরিহার করুন। নেপোলিয়াল বলেছিলো তোমরা আমাকে একজন সুশিক্ষিত মা দাও ,আমি একটি শিক্ষিত ও সভ্য সমাজ উপহার দেবো। তাই আসুন আমরা সুন্দর সমাজ গঠনে সুশিক্ষিত হয়ে আদর্শিক পরিবার গঠন করি । তাহলেই ফুটে উঠবে পারিবারিক ঐতিহ্য ও সুশিক্ষা।