প্রতিনিয়ত নিত্যপন্যের বাজারের এমন উধ্বমুখীতে সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হছে স্বল্প আয়ের সাধারণ মানুষের। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা।
এই অসহনীয় পর্যায়ে অবস্থা হতে সাধারণ মানুষকে মুক্তি দিতে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে হবে, পণ্য আমদানি সহজ করতে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করতে হবে এবং বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
গত ২৪ অক্টোবর নগরীর বিভিন্ন জায়গায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে সমাজের বিভিন্ন পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় সবজী বিতরণকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সচিব অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মোখতার উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন খান, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ডের সভাপতি হাফেজ মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।