শফিউল আলম, রাউজানঃ হালদা নদীতে রাতেই জাল বসিয়ে মাছ শিকার করার সময়ে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার দৈর্ঘ ৬টি ঘেরজাল ও জাল বসানোর সরঞ্জাম উদ্বার করা হয় ।
গত ২৭ অক্টোবর রবিবার দিবাগত রাত ১০টা হতে মধ্যরাত ১টা পর্যন্ত গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে শুরু করে সত্তারঘাট পর্যন্ত হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন অংশে অবৈধ জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
হালদা নদীতে অবৈধ মৎস্য শিকার বন্ধে আইডিএফ ও পিকেএসএফ’র স্পীড বোটের সহযোগিতায় অভিযানে পরিচালনা করা হয়। অবৈধ জাল উঠানোর কাজে সার্বিক সহযোগিতা করেন আইডিএফ’র সার্বক্ষণিক নদী পাহারাদার ময়নুল আলম। অবৈধ মৎস্য শিকার বন্দ্ব এবং অবৈধ জাল উদ্ধারে এই ধরনের অভিযান কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান, হাচাহাজারী উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ আমিনুল ইসলাম । মাছ ধরার জন্য নদীতে বসানো উদ্বার করা অবৈধ জালগুলো হাটহাজারী উপজেলায় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।