চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রকাশ্যে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) গুলি করে হত্যা মামলায় মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) সকালে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাউজান থেকে মামলার এজাহারনামীয় ৫ নং আসামি মো. হেলালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মো. ইলিয়াছ হোসেন অপুকে পাঁচলাইশ থানাধীন হাদুমাঝিপাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে গ্রেফতার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে চান্দগাঁও থানায় নিহত তাহসিনের বাবা মোহাম্মদ মুসা মামলা দায়ের করেন। মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ ৫ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হচ্ছে- সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, প্রকাশ্যে দিনদুপুরে তাহসিনকে হত্যার পরপরই চান্দগাঁও থানা পুলিশের একাধিক টিম ঘাতকদের গ্রেফতার করতে মাঠে রয়েছে। আসামিরা বার বার স্থান পরিবর্তন করার কারণে পুলিশকে বেগ পেতে হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা আসামিদের গ্রেফতার করতে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
সোমবার (২১ অক্টোবর) চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন ছাত্রলীগকর্মী তাহসিন। নিহত তাহসিন ইট, বালুর ব্যবসা করতেন। তার ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসেরপাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন। ওখানেই তাকে হত্যা করা হয়।