নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শূন্য পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি গতিশীল করার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন, কোতোয়ালী থানা, চট্টগ্রাম।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪.৩০ টায় নগরীর নিউমার্কেট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন, কোতোয়ালী থানার সভাপতি রুপন কান্তি ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, যুব ইউনিয়ন হালিশহর থানার যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার, বিপ্লব দাশ, অভিজিৎ বড়ুয়া, ছাত্র ইউনিয়ন কোতোয়ালী থানার সভাপতি এস এম নাবিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। দেশের উচ্চ শিক্ষিত যুবদের ৩১ শতাংশের কাজ নেই। প্রতি বছর বাংলাদেশে গড়ে গ্র্যাজুয়েট বের হচ্ছে লক্ষাধিক, যাদের বেশিরভাগের কর্মসংস্থান হয় না। ফলে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যাও।
দেশ ও জাতি এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। সারা দেশে বাজারে আগুন জ্বলছে। চাল-ডাল-সবজি, তেল, চিনি, পিয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। মানুষ খেতে পারছে না, বাজারের পণ্যর দাম কমছে না, শ্রমিক কাজ পাচ্ছে না এবং বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা সেটা থেকে উত্তরণ পাওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা খুব গুরুত্বপূর্ণ। বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে বেকার রেখে দেশের অর্থনীতি সচল রাখা যাবে না। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। অবিলম্বে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শূন্য পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি গতিশীল ও বেকার যুবকদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, বিভিন্ন চাকরিতে আবেদন করতে ৫০০/৬০০ টাকা ব্যাংক ড্রাফটের প্রথা চালু আছে এবং সরকারি চাকরির বেশিরভাগ পরীক্ষা হয়ে থাকে রাজধানী ঢাকায়। ঢাকা শহরে একবার আসা-যাওয়া করতেও গুনতে হয় কয়েক হাজার টাকা, যা অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে অসম্ভব হয়ে যায়। ফলে অনেকে সরকারি চাকরিতে আবেদন করলেও অর্থাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। এমন ঘটনা প্রতিনিয়ত অহরহ ঘটছে। অথচ বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হলে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারত। তাই বক্তারা অবিলম্বে চাকরির আবেদন ব্যাংক ড্রাফটের প্রথা বাতিল, বিভাগীয় শহরে চাকরির নিয়োগ পরিক্ষা চালু এবং বেকার ভাতা চালুর দাবী জানায়।