ঈদগাঁও প্রতিনিধি: গভীর রাতে অস্ত্র নিয়ে চিংড়ি ঘেরের বাসায় আগুন জ্বালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ-জাল- সরন্জাম লুটপাটের ঘটনা ঘটেছে। ১৫ -২০ জনের অস্ত্রধারী দুর্বৃত্তদল হানা দিয়ে অস্ত্রের মুখে ঘের কর্মচারীদের জিন্মি করে সৌর বিদ্যুৎ মালামাল, বিহিঙ্গী জাল, জাকি জালসহ নানা সরঞ্জামদি লুট হয়েছে। তাদের বাঁধা দিতে গিয়ে হামলায় আহত হয়েছে ৬ জন। তারা হলেন রশিদ মিয়া, রাশেল, লিয়াকত, তার স্ত্রী কামরুন নাহার, সরোয়ার ও মুর্শেদ আলম।
ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর রাত ১১ টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরপাড়া চিংড়ি ঘেরে।
এ ঘটনায় ঘের ইজারা মালিক খুরুশকুল ডেইলপাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র ফোরকান উদ্দীন ২২ জনের নাম উলেখ করে সদর মডেল থানায় এজাহার জমা দিলেও পুলিশের গড়িমসির কারনে আদালতে শরণাপন্ন হয়েছেন।
এ ঘটনায় জড়িতরা হলেন চৌফলদন্ডী ইউনিয়নের মোঃ শাকিল, জকির, জাহেদ, মোঃ আলম, মোবারক, সানু, লালু, নুরুল আলম, সাঈদী, আবদু রশিদ, হাকিম, ফাহাদ, ইব্রাহিম, সাহাব উদ্দিন, সাইমুন, আবদু রাজ্জাক, মোঃ কালু, একরাম, ফোরকান, মোঃ শাহজান, শাহজান ও চমন খাতুন।
চিংড়ি ঘের ইজারা মালিক ফোরকান উদ্দিন বলেন, ঐ দিন রাত আনুমানিক ১১টার দিকে ১৫-২০ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী তাঁর ইজারা নেয়া চিংড়িঘেরে হানা দেয়। এসময় অস্ত্রধারীরা গুলি করে ঘেরে থাকা কর্মচারীদেরকে অস্ত্রের মুখে জিন্মি করে পলবোটের তত্তা খুলে দিয়ে জাল বসিয়ে বাগদা চিংড়ি মাছ, লইল্যা চিংড়ি মাছসহ বিভিন্ন জাতের মাছ লুটে নেয়।একইসময়ে তাঁরা ঘের থেকে বিহিঙ্গী জাল, জাকি জালসহ প্রায় ১০ লাখ টাকার সরঞ্জামদি লুট করে নিয়ে গেছে। এরপর আমার ঘের কর্মচারীরা শোর-চিৎকার শুরু করলে আশপাশের ঘের মালিক ও চাষীরা এগিয়ে আসতে দেখে ৩-৪ রাউন্ড ফাকা গুলি করতে করতে অস্ত্রধারীরা ঘের বাসায় আগুন দিয়ে লুন্টিত মাছ ও মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত শাকিল, জকির ও জাহেদের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন কারো পক্ষ থেকে এজাহার-অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।