চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নাঈম উদ্দিন ভূঁইয়া (২৪) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের একজন মোটরসাইকেল চালক শাহিনুর রহমান (২৪)।
নিহত নাঈম বারইয়ারহাট ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আছড়ে পড়ে, যা নাঈমের মৃত্যু ডেকে আনে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাঈম মারা যান এবং আহত শাহিনুর চিকিৎসা নিয়ে চলে যান। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার জানাযা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লেগে নাঈম উদ্দিন ভূইয়া ঘটনাস্থলে মারা যায় এবং মোটরসাইকেল চালক শাহিনুর রহমান আহত হয়। নিহত নাঈমের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।