চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিন আহমেদের পরিবর্তে এই টেস্টে ডাক পেয়েছেন খালেদ আহমেদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৯ অক্টোবর। ম্যাচটি খেলতে আগামী ২৬ অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের।
ঢাকায় সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ভেরেইনের শতকে ৩০৮ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ইনিংস হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের সামনে। তবে তা হতে দেননি মিরাজ ও জাকের আলী। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে। ১০৬ রানের লক্ষ্য ৩ উইকেটে পেরিয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, খালেদ আহমেদ।