উখিয়ার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা গর্ভবতী তমশিদা (৩০) নামের এক মহিলাকে বাসের মধ্যে সন্তান প্রসব করানোর ঘটনা ঘটেছে।
উক্ত মহিলার স্বামী রশিদ জানান, তাদের পরিবার সম্প্রতি সীমান্ত পার হতে গিয়ে বিজিবির হাতে আটক হন।
রবিবার (২০ অক্টোবর) তার স্ত্রী আটক থাকাকালীন অবস্থায় প্রসব ব্যথা শুরু হলে, রোগীর বোন বিজিবির কাছে মানবিক আবেদন জানালে তাকে ছেড়ে দেওয়া হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে, বাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের নিরাপত্তা প্রহরী মিডওয়াইফদের খবর দেন।
৮টা ৫০ মিনিটে মিডওয়াইফ যাদবী, মৌসুমি, চন্দনা ও শোভা বাসের মধ্যেই তমশিদার সফল সন্তান প্রসব করান। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
স্থানীয়রা হাসপাতালের এই মানবিক কাজের প্রশংসা করেন, এবং রশিদ ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, তাদের দ্রুত সেবার জন্য।