ছাত্র জনতার পাঁচ দফা দাবি আদায়, স্বৈরাচারের দোসর ও ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে এবং স্বৈরাচারের তাবেদার বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে কক্সবাজার আদালত ঘেরাও এবং গণজমায়েত করে ছাত্র জনতা।
কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার (২৩ অক্টোবর) সকালে কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ, গণজমায়েত, প্রতিবাদ সভা ও আদালত ভবন ঘেরাও এর এ কর্মসূচী পালন করেন।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নেতৃবৃন্দ বলেন, একদিকে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করছেনা পুলিশ।
অন্যদিকে ছাত্র জনতার চাপে কয়েকজনকে গ্রেপ্তার করলেও কিছু কিছু জামায়াত-বিএপির আইনজীবী ওইসব দোসরদের সাথে হাত মিলিয়ে মোটা অঙ্কের টাকায় জামিনে ওকালতী
করছেন।
পাশাপাশি ফ্যাসিবাদের দোসর বিচারকরা ঘুষ নিয়ে ওই সন্ত্রাসীদের জামিন দিয়ে ফ্যাসিবাদে শক্তি যোগাচ্ছে।