শফিউল আলম, রাউজানঃ রাউজানে পানির কম্প্রেশারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে হাছিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শাহা মোহাম্মদ চৌধুরীর নতুন বাড়ীর আবুল কাশেমের স্ত্রী। স্থানীয় সূত্র মতে, মঙ্গলবার বিকালে নিজ বসতঘরে বিদ্যুৎবাহী পানির কম্প্রেশারের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে গহিরাস্থ জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা শফিকুল আলম সুমন বলেন, পানির কম্প্রেশারের সুইচ দিতে গিয়ে হাছিনা বেগম আহত হন।
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর বিষয়ে আমাকে কেউ জানায়নি।