চট্টগ্রাম নগরের বহদ্দার বাড়ি জামে মসজিদ এর বিপরীত পাশে পুকুর পাড়স্থ অস্থায়ী বাজারে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সর্বসাধারণের জন্য সূলভ মূল্য নিত্য প্রয়োজনীয় শাকসবজি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কার্যক্রম মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান থাকবে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগে জনসাধারণ নিজের চাহিদামতে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি সংগ্রহ করতে পারছেন।
ফরিদা পাড়া নিবাসী সেলিম মিয়া বলেন, যেখানে বর্তমান দূর্মুল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করতে হিমশিম খেতে হয়। সেখানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ক্রয় ক্ষমতার ভিতরে শাকসবজি সংগ্রহ করতে পেরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উক্ত ফাউন্ডেশনের এক বিক্রেতা জানান, বর্তমান বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতির কারণে অনেক নাগরিক তাদের প্রয়োজনীয় শাকসবজি সংগ্রহ করতে পারছেন না। সবকিছু চিন্তা করে আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেন।