চট্টগ্রামের মিরসরাইয়ে বেশী দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ২ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মিঠাছরা বাজার ও জোরারগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
জানা গেছে, বাজারে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী অজিত পালকে বিশ হাজার টাকা ও রুবেল স্টোরকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার মিঠাছরা ও জোরারগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার কারণে ২ জন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের বলা হয়। এইসময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় এবং জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।