বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকদের সাথে সোমবার (২১ অক্টোবর) চবি উপাচার্য দপ্তরের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ‘সভাপতি ও পরিচালকরাই হচ্ছে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটের প্রাণশক্তি। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান সুদৃঢ় করতে সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে মাননীয় উপাচার্য বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দকে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সমুন্নত রেখে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। মাননীয় উপাচার্য বলেন, ‘আমাদেরকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ব র্যাংকিংয়ে তালিকাভূক্তির মযার্দা পেতে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে তাদের প্রকাশিত গবেষণা ও প্রকশনার ডাটা আপডেট করতে হবে। একইসাথে শিক্ষার্থীদের পাঠদানে একাডেমিক কার্যক্রমের সিলেবাস যুগোপযোগী এবং সভাপতি ও পরিচালকদের অফিসে একাডেমিক অভিযোগ বক্স খোলার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ‘আমরা সম্মিলিতভাবে এক পরিবার। বিশ্ববিদ্যালয় থেকে ঙঋঋ উঅণ কালচারকে আমরা জাদুঘরে পাঠাতে চাই।’ মাননীয় উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।’ এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
সভায় বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্ল্য পাটওয়ারী ও চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।