সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়নি। রাজনৈতিক মামলা হলে আমি মেনে নিতাম। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে না করে আমার বিরুদ্ধে মামলা করা হলো কেন? রাজনৈতিক মামলা হলে আমি সাদরে একসেপ্ট করতাম।
সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি এমন কথা বলেন।
জেড আই খান পান্না বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করেছি কিন্তু সার্টিফিকেট নিইনি। আমি মনে করি। দেশের প্রায় সব মানুষই মুক্তিযুদ্ধ করেছে। কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সবাই করেনি। এজন্য আমি মনে করি যুদ্ধের সময় আমাদের দেশের সবাই যুদ্ধে অংশ নিয়েছেন।
আপনার ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত কি—না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধ অনেক বড় একটা বিষয়। এটাকে সহজেই আঘাত করা যায় না। আমি মনে করি না আমার বিরুদ্ধে মামলা মুক্তিযুদ্ধের ওপর হামলা।
এদিন তাকে একটি হত্যা চেষ্টা মামলায় হাইকোর্ট তাকে পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত আগাম জামিন দেন।