শফিউল আলম, রাউজানঃ মহাসমুদ্র রুপী মাইজভান্ডারী তরিকার মহান প্রবর্তক গাউছুল আজম মাইজভান্ডারীর দরবারে পাকের বিকাশ ধারায় অভ্যন্তরীন অবকাঠামো, অর্ন্তনিহিত মৌলিক ভিত্তি, মাইজভান্ডারী শরাফত সুসংহত ও সুরক্ষায় একান্তপথিক ও পথিকৃৎ অছিয়ে গাউছুল আজম শাহ সুফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারীর বিশ্বস্থতম সহকারী ও সহযোগী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর প্রয়াত সভাপতি, আমীরে মোন্তাজেমিন, দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী আলহাজ্জ্ব শাহ সুফী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (র.)’র ৯ম ওফাত দিবস স্মরনে গত ২০ অক্টোবর নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে বিকেল ৪:০০টায় সেমিনার ও স্মরন সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জিম্মাদার, মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সভাপতি আলহাজ্জ্ব শাহ সুফী ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী।অনুষ্ঠানেঅতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও মোন্তাজেম আলহাজ্জ্ব শাহ সূফী সৈয়দ সহিদুল হক (ম.) নায়েবে মোন্তাজেম আলহাজ্জ্ব শাহ সুফী সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার(ম.)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব ডক্টর ইফতেখার উদ্দীন চৌধুরী,সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক জনাব কাজী মেজবাহউল আলম মামুন। প্রবন্ধের উপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী,বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও রিসার্স ফেলো, ফিনিস একাডেমী, ফিনল্যান্ড জনাব ডক্টর সেলিম জাহাঙ্গীর, আশেকানে আউলিয়া এডুকেশন কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার হাক্কানী।আকরাম হোসেন সবুজের উপস্থাপনায় স্মরন সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানের সহসভাপতি সর্বজনাব সৈয়দ মো: জাকেরিয়া, মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম -সচিব আব্দুল হাই মোল্লা, সহকারী সচিব হাজী জাহিদ হোসাইন কাওসার, কাজী জানে আলম বাবুল, মাওলানা নুরুল আফছার শরীফ,শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রফেসর শাহাজাদা সৈয়দ সফিউল গনি চৌধুরী,হারুন অর রশিদ,কাজী জাহাঙ্গীর মফিজুল আলম,এনামুল হক সেলিম, কাজী রোন উদ্দীন, মাওলানা মোহাম্মদ হাসান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপক কাজী মোহাম্মদমেজবাউল আলম মামুন ’ জ্েিবেল্ল অছি-এ -গাউছুলআজম মাইজভান্ডারী ’ শীর্ষক প্রবন্ধে সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারীর আত্মনিয়োজিত সামগ্রীক জীবনাচরন এবং সুপরিকল্পিত সাংগঠনিক রীতিনীতি ও নিত্য সৃজনশীল কর্মকান্ডের পঞ্চাশ বছরের বর্নিল অবদান সমুহ পরবর্তী প্রজন্মের জন্য উত্তম উদাহরন বলে উল্লেখ করে বলেন, মাইজভান্ডার দরবার শরীফের শরাফত সংরক্ষনে মুনিরুল হক মাইজভান্ডারী ছিলেন মৌলিক কারিগর। অছি-এ-গাউছুল আজম মাইজভান্ডারীর নির্দেশে মাইজভান্ডারী তরিকার বিকাশে নিজের জীবনকে উৎসর্গ করে জ্বিল্লে অছি-এ-গাউছুল আজম মাইজভান্ডারীতে পরিনত হন। প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব ডক্টর ইফতেখার উদ্দীন চৌধুরী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারীর আদর্শিক দৃঢ়তা, অমায়িক ব্যবহারের প্রসংশা করেন। সদা প্রচার বিমুখ অসাধারন ব্যক্তিত্ব মুনিরুল হক মাইজভান্ডারী নিরবে-নিবৃত্তে দরবারের খেদমতে আজীবন কাজ করে সকলের কাছে শ্রদ্ধেয় ও বরনীয় হযেছিলেন বলে তিনি উল্লেখ করেন। বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বলেন, অছি-এ-গাউছুল আজম মাইজভান্ডারীর চিন্তাও চেতনা সমুহ বাস্তবায়নে মুনিরুল হক মাইজভান্ডারী নিরলসভাবে কাজ করেছেন। ডক্টর সেলিম জাহাঙ্গীর বলেন, আদব ও বিনয়ের মোকাম মাইজভান্ডার’ এ সত্যকে গনমানুষের কাছে পৌছে দিতে এক কিংবদন্তি ব্যক্তিত্ব মনিরুল হক মাইজভান্ডারী।সভাপতির বক্তব্যে আলহাজ্জ্ব শাহ সুফী ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী বলেন, দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী পরিচালনা ও নিয়ন্ত্রন ব্যবস্থায় অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রীতি নীতি ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সমুহ সম্পাদন করেসৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী যে ধারার সূচনা করেছেন, বর্তমানে সন্মিলিতভাবে দরবার পরিচালনায় সেই ধারা অব্যহত আছে।দরবার ও সংগঠন পরিচালনায় তাঁর অবদান তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল, শাহাজাদা সৈয়দ রাইফ নুরুল ইসলাম রুবাব,শানে গাউছুল আজম মাইজভাস্ডারী ফোরামের বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ,আঞ্জুমানের কেন্দ্রীয়, জেলা, দায়রা ও শাখা সমুহের নের্তৃবৃন্দ।সেমিনার শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার শরীফ।