চট্টগ্রামের মিরসরাইয়ে পোল্ট্রি খামারের কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে মোহাম্মদ আসিফ (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ ওই ইউনিয়নের মুন্সি মিয়া নতুন বাড়ির আবুল হোসেনের পুত্র।
নিহতের ফুফাতো ভাই মোশাররফ হোসেন বলেন, রোববার দুপুরে আসিফ তার বন্ধুর পোল্ট্রি খামারের কাজ করার সময় ঝুলানো লাইটিং পোল্ডার ওপরের দিকে তুলানোর সময় শর্টসার্কিট হয়ে মাটিতে লুটে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সে তার বন্ধুর পোল্ট্রি খামারে দীর্ঘ ৪ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার সন্ধ্যায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসিফ পোল্ট্রি খামারের শ্রমিক হিসেবে কাজ করতো। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।